দাকোপ(খুলনা)প্রতিনিধিঃ দাকোপের কালিনগর গোবর্দ্ধন চন্দ্র মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার বিদ্যালয়ের ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অভিবাবক সদস্য পদে ১০ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করে। তার মধ্যে ৪জন প্রার্থী জয় লাভ করে।
এছাড়া অভিভাবক সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে এক জন জয় লাভ করে এবং সাধারন শিক্ষক প্রতিনিধি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে দুই জন জয় লাভ করে। নির্বাচনে সাধারন সদস্য পদে লক্ষন মন্ডল ৮৮, অসিত মন্ডল ৬৬, তাপস সরদার ৬৫, বিপুল কুমার মন্ডল ৫৭ ভোট, সংরক্ষিত মহিলা সদস্য পদে ছন্দা মন্ডল ৬৮, ও শিক্ষক প্রতিনিধি পদে বিকাশ চন্দ্র রায় ৯ এবং সন্তোষ মন্ডল ৮ ভোট পেয়ে বিজয়ী হয়।
নির্বচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা জানান, নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ১৬৩ ভোটারের মধ্যে ১৬০জন ভোট দিয়েছে। অভিভাবক সদস্য পদে ৩টি ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ ভোট বাতিল হয়েছে। এছাড়া ৩ জন ভোটার অনুপস্থিত ছিল।
(32)