দাকোপ প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলায় সীমাহীন ঘুষখোর নির্বাহীকর্মকর্তা মিন্টু বিশ্বাস বদলী হওয়ার খবরে এলকায় সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি নেমেছে এবং আনন্দে এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরন করেছে।
দীর্ঘ আড়াই বছর যাবৎ দাকোপে দায়িত্ব পালন কালে টি এন ও মিন্টু বিশ্বাস এর বেপরোয়া ঘুষ, দূর্নীতি, অমিয়ম এবং মানুষের সাথে চরম অসদাচরনে সকলে অতিষ্ঠ হয়ে ওঠেছিল।
এ সুযোগে এলাকার চিহ্নিত কতিপয় দালালের সহযোগিতায় ঘুষ বানিজ্যে মেতে ওঠে। মানুষ অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করে উদ্ধতন বিভিন্ন দপ্তরে লিখত অভিযোগ দায়ের করেছেন। বতমানে যার তদন্ত চলছে।
এদিকে টি এন ও মিন্টু বিশ্বাস এর বদলি খবর এলাকায় ছড়িয়ে পড়লে দাকোপ সদর চালান বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় ভুক্তভোগীরা মিষ্টি বিতরন করেন। উল্লেখ মিন্টু বিশ্বাস এর বিরুদ্ধে কোটি টাকারও বেশি লুটে নেওয়ার অভিযোগ আছে।
(189)