দাকোপ প্রতিনিধিঃ খুলনার দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে থাকা ক্রিকেট খেলার ব্যাট ও উইকেটের আঘাতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান চিরঞ্জীব রায় মৃত্যু সংগঠিত হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।
নিহতের কন্যা প্রতিক্ষা রায় কর্তৃক দাকোপ থানায় দায়ের কৃত মামলা ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলা ২নং দাকোপ ইউনিয়নের দাকোপ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা পরিতোষ রায়ের পুত্র শুভ্রনীল রায় ও সপ্নীল রায় জোর পূর্বক প্রতিবেশী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান চিরঞ্জীব রায়সহ পরিবারের উপর কারণে অকারণে বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার নির্যাতন করে আসছেন। তারই ধারাবাহিতকায় চিরঞ্জীব রায়ের বসত বাড়ির উপর দিয়ে তারা জোর পূর্বক বৈদ্যুতিকের তার টেনে নেয়।
গত ২০ মে সকাল আনুঃ ৭ টায় ওই বৈদ্যুতিক তার চিরঞ্জীব রায়ের বসত বাড়ির নিচ দিয়ে তার ঝুলে পড়ে বিপদ জনক হলে তখন চিরঞ্জীব রায় বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার বিষয়ে শুভ্রনীল রায় ও সপ্নীল রায়কে বললে উভয়ের ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ শুভ্রনীল রায় ও সপ্নীল রায় ক্ষিপ্ত হয়ে তাদের দুই ভাইয়ের হাতে থাকা ক্রিকেট খেলার ব্যাট ও উইকেট দিয়ে চিরঞ্জীব রায়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে বেদম প্রহর করে রক্তাক্ত জখম করে। এ সময় চিরঞ্জীব রায়ের ডাক চিৎকারে অন্যান্য প্রতিবেশীরা ছুটে এসে ঘটনা স্থল থেকে অজ্ঞান অবস্থায় চিরঞ্জীব রায়কে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন এবং অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়। তখন চিরঞ্জীব রায়ের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অতপর চিকিৎসা চলাকালিন অবস্থায় গত ২৬ মে রাত আনুঃ ৪ টার দিকে চিরঞ্জীব রায়ের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের কন্যা প্রতিক্ষা রায় বাদী হয়ে পরিতোষ রায়ের পুত্র শুভ্রনীল রায় ও সপ্নীল রায়কে আসামী করে গত ২৯ মে দাকোপ থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২২। ভুক্তভোগী পরিবার জানান, তড়িঘড়ি করে মামলা করার কারণে হত্যা পরিকল্পনা কারি ও নির্দেশ দাতাকে মামলায় অন্তভুক্ত করতে পারেননি। এমতবস্থায় হত্যা কান্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার পূর্বক দৃষ্ঠানমূলক শাস্তির দাবী জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত বলেন, চিরঞ্জীব রায় হত্যা মামলায় দুই জনকে আসামী করে নিহতের কন্যা প্রতিক্ষা রায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীদের আটকের জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে।
(57)