দেশ পরিচালনায় দুই দলের ধারাবাহিক ব্যর্থতায় মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টি তথা পল্লীবন্ধু এরশাদের দিকে। বর্তমান দু’দলের সংঘাতময় পরিস্থিতি দলকে সংঘঠিত করে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়ার পথকে সুগম করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সচেষ্ট থাকতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নলিয়ান বাজার বনিক সমিতি কার্যালয়ে সুতারখালী ইউনিয়ন জাতীয় পার্টির নব-গঠিত কমিটির পরিচিতি সভা, যোগদান অনুষ্ঠান এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা জাতীয় পার্টির নব-নির্বাচীত সাংগঠনিক সম্পাদক ও দাকোপ উপজেলা সাধারন সম্পাদক সাংবাদিক আজগর হোসেন ছাব্বির এ কথা বলেন। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও নলিয়ান বনিক সমিতির সাধারন সম্পাদক হাফিজুর রহমান সানার সভাপতিত্বে এবং ইউনিয়ন সাধারন সম্পাদক আনোয়ারুল হক গাজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সহ-প্রচার সম্পাদক মীর কামাল হোসেন বাদশা, উপজেলা শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক জালাল মোড়ল। ডাঃ শহিদুল ইসলাম মোল্যা, আমজাদ সানা, হরিপদ হালদার, ডাঃ বিকাশ মিস্ত্রি, আকবর আলী খান, বিকাশ চন্দ্র মিস্ত্রি, মালেক সরদার, আলহাজ্ব মনিরুজ্জামান সরদার, ইয়াসীন গাজী, রফিকুল সরদার, কামরুজ্জামান গাজী, বিল্লাল ঢালী, ডাঃ গৌরপদ সরকার, আছাফুর রহমান খান, ডাঃ হাফিজুর রহমান, ইলিয়াজ সরদার, রাজাহান শেখ, আসলাম মাঝি, আব্দুর রহমান গাজী, হাফিজুর রহমান, মিজানুর রহমান, ফয়জুল্যা মল্লিক, সালমান সরদার, আবু তাহের ঢালী, মাহমুদা বেগম বিউটি, সাইদুল মল্লিক, আবু মুছা গাজী, জিন্নাত গাজী, রশিদ গাজী, জাকির হোসেন টুলু, কামাল সরদার, রবিউল খান, হামিদ সরদার, রশিদ সরদার, ইউনুছ গাজী প্রমুখ। অনুষ্ঠানে সুতারখালী ইউনিয়নের ১,২, ৩ ও ৯ নং ওয়ার্ডের আবু তাহের ঢালী, জাকির হোসেন টুলু, মাহমুদা বেগম বিউটি, ছালাম গাজী, হজরত আলী গাজী, হেলাল গাজী, আছাদ ফকির, জাহিদুল মোড়ল, টাইসন ঢালী ও কামাল সরদারের নেতৃত্বে বিএনপি সমর্থকসহ বিভিন্ন দলের শতাধীক নেতাকর্মি প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করে। সভায় আসন্ন নির্বাচনে সুতারখালী ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন জাপার সহসভাপতি হরিপদ হালদার, এবং মেম্বর প্রার্থী হিসেবে জালাল মোড়ল, আবু তাহের ঢালী, মাহমুদা বেগম বিউটি, সিরাজ মল্লিক, কামরুজ্জামান গাজী, ডাঃ হাফিজুর রহমান, মজিদ সরদার, আঃ মালেক সরদার, আলামিন গাজী ও জাকির হোসেন টুলুর নাম ঘোষণা করা হয়।
শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(3)