রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, ইউপি চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান। বক্তৃতা করেন সুপার ভাইজার মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, লিপিকা বৈরাগী, দেবকী মন্ডল, মামুনুর রশিদ, টুম্পা রায়, অফিসসহকারী আব্দুল কুদুসসহ সাংবাদিক ও এলাকার সুধীজন।
-শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ, খুলনা
(3)