দাকোপ প্রতিনিধিঃ অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই এ কথা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলছেন,ধর্ম যার যার, উৎসব সবার, তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এদেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ সকল ধর্মীয় উৎসব সাড়ম্ভরে পালন করতে পারেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী বলেই আজ দেশের সকল ধর্মের প্রতিষ্ঠান গুলি সংস্কার করে ঢেলে সাজানো হচ্ছে। তাই এ সরকারকে আবারও রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দাকোপে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতমুলক এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, থানা অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত বরণ সাহা, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মেহেদী হাসান বুলবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মোড়ল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আকতার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহেদ গাজী, বটিয়াঘাটা উপজেলা যুবলীগ আহবায়ক অনুপম কুমার মন্ডল, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, বিভিন্ন দূর্গা মন্ডপের সভাপতি যথাক্রমে স্বপন রায় গোবিন্দ বিশ্বাস, প্রদীপ কুমার মন্ডল, সুকুমার রায়, অমারেশ ঢালী প্রমুখ।
(20)