দাকোপ(খুলনা) প্রতিনিধিঃ দাকোপে ২০২২-২৩ অর্ধবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ উজ্জল দত্ত, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল প্রমুখ।
এ পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি আন্ত ইউনিয়ন স্কুল পর্যায়ে শেখ রাসেল টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঘোষনা করেন।
(0)