দাকোপের চুনকুড়ি এলাকায় সত্বদখলীয় সম্পতি উৎপাদিত ফসল জোরপূর্বক কেটে নিতে না পারে এর বিরুদ্ধে প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ।
ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি এলাকার মৃত বিপিন মন্ডলের পুত্র জ্ঞানেন্দ্র নাথ মন্ডল চুনকুড়ি মৌজার এস.এ ২৭৩,২৭৪ ও ৬২৬ নং- খতিয়ানে ২ একর ৭৪ এবং ্ ১ একর ভুমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে থাকা অবস্থায় বর্তমান মৌসুমে একই এলাকার প্রতিপক্ষ হিরালাল মন্ডলের পুত্র ঠাকুর দাস মন্ডল, সুবাস মন্ডল,মৃত নলিনি রায়ের পুত্র সমরেন্দ্র রায়সহ আরো ১০/১২ জন স্বার্থনেশী লোক তার চলতি মৌসুমে উৎপাদিত ধান্য ফসল কেটে দেওয়ার পাঁতারা করছে বলে মনে করে ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে গত ০৮/১২/১৫ তারিখ খুলনা জেলা প্রশাসক বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
-শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ, খুলনা
(7)