দাকোপ প্রতিনিধিঃ দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ডাঃ মোজাম্মেল হক নিজামীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েয়ে।
বৃহস্পতিবার (৩রা নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সভাকক্ষে জুনিয়র কসসালটান্টে (গাইনী ওঅব্স) ডাঃ সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ সুজাত আহম্দে। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, থানা অফিসার ইনচার্জ উজ্জল দত্ত।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ডাঃ অভিজিত শিকদার, ডাঃ তন্ময় দত্ত, ডাঃ শতাব্দী কুন্ড, মোঃ ইকবাল হোসাইন, ডাঃ রুপা টিকাদার, ডাঃ মিনার্ভ রায়, ডাঃ হুমায়ুন কবির নয়ন, ডাঃ শান্তনু দাস, ডাঃ অত্রি মৃধা, ডাঃ মোজাম্মেল হক নিজামীর হকের কন্যা ডাঃ তানজিম হক মৌলি, সিনিয়র নাস্ দুলালী বিশস, নমিতা মহলদার, রনজিতা সরদার, লাবনী মন্ডল, শিকদার আঃ কালাম, নৃপেন রায়, রবিউল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ নওশীন তাজলিন।
(25)