দাকোপে ডি.ও সিন্ডিকেটের চাউল ক্রয়কে কেন্দ্র করে মিন্টু সাহা (৩৫) নামে এক ব্যবসায়ী আহত হয়ে চালনা হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মিন্টু সাহার দায়েরকৃত অভিযোগে জানা যায় সারা বছরের বরাদ্দকৃত গম-চাউল ক্রয়ের জন্য সিন্ডিকেট ব্যবসা চালু আছে।
ঘটনার দিন উপজেলা পরিষদ চত্বরে সিন্ডিকেটের বাইরের ব্যবসায়ী মিন্টু সাহা বেশী মূল্যে চাউল কিনতে চাওয়ায় এবং পি.আইও অফিস থেকে পি.আইসির স্বাক্ষর ছাড়া ডি.ও-এর কাগজ কেন সিন্ডিকেট গ্রহণ করেছে এ অপরাধে সিন্ডিকেটের ২ ব্যবসায়ী মিন্টুর উপর হামলা চালায়। হামলায় মিন্টু আহত হয়। সাথে সাথে মিন্টুকে চালনা হাসপাতালে ভর্তি করা হয়।
মিন্টু সাহা জানায় পি.আইও অফিসের আলম দীর্ঘকাল একই অফিসে চাকরী করার সুবাদে সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। ফলে পি.আইসিদের স্বাক্ষর ছাড়া ডি.ও লেটার সরবরাহ করছে।
এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তার নিকট ১০ জানুয়ারি লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(4)