বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে তার কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শামীমুর রহমাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোয়জ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুর রহমান, উপজেলা সমবয় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, শিক্ষা কর্মকর্তা সামছুর কবির, ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, উমাশংকর রায়,দাকোপ প্রেস ক্লাবের আহবায়ক গোবিন্দ বিশ্বাস, সদস্য সচিব জি এম রেজা, প্রেসক্লাবেব সদস্য জি এম জাকির হোসেন, মোঃ শিপন ভূইয়া, জি এম আজম, আজগর হোসেন ছাব্বির, বিধান ঘোষ, শচীন্দ্র নাথ মন্ডল, সোহাগ আহম্মেদ, এস এম মামুনুর রশিদ, শিক্ষক জব্বার হোসেন, আকঞ্জী রেজওয়ান, গ্রামীন ফোনের প্রতিনিধি মোঃ আবু হানিফ। এ সময় নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে বর্তমান সরকারের ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উপর গুরুত্বপূর্ন দিক নিদের্শনা মূলক বক্তৃতা উপস্থাপন করেন। এর আগে সকাল ৯ টায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র্যালী চালনা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ, খুলনা
(0)