থানা পুলিশ ও নাম প্রকাশে অনিচ্ছুক সংশি¬ষ্ট একাধীক সুত্র জানায়, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকার মানুষের সঙ্গে প্রতারনা জালিয়াতি মাদক ব্যবসা ও বন্যপ্রাণী কেনা বেচার মাধ্যমে দাকোপ এলাকায় বেআইনী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যার পর দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের চরডাঙ্গা এলাকায় ওই চক্রটি তক্ষক সাপ কেনা বেচা করবে এমন তথ্যের ভিত্তিতে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে গোপনে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮ টার দিকে ওই চক্রের ৭/৮ জন জনৈক অনিমেষ রায়ের বাড়ী সংলগ্ন জাইকা রাস্তায় একত্রিত হয়। এ সময় পুলিশ তাদেরকে ঘেরাও করে গ্রেফতারের চেষ্টা করলে চক্রের ৩ সদস্য সাপসহ আটক হয়। গ্রেফতারকৃতরা হল চালনা আছাভূয়া এলাকার রমেশ চন্দ্র মন্ডলের পুত্র কথিত ডাক্তার কৃষ্ণপদ মন্ডল (৩৭), গুনারী গ্রামের নিরঞ্জন জোয়াদ্দারের পুত্র সাম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী তাপস জোয়াদ্দার (৩৬) ও বাগেরহাট জেলাধীন ফকিরহাট থানার বল¬ভপুর গ্রামের মৃঃ মনিন্দ্রনাথ ঘোষের পুত্র শ্যামল কুমার ঘোষ (৫০)। আটককৃত কৃষ্ণপদ মন্ডলের কাছে থাকা ব্যাগ থেকে একটি তক্ষকসাপ এবং প্রত্যেকের কাছে ২ বোতল করে ফেন্সিডিল পাওয়া যায় বলে জানা যায়। এ সময় ঘটনার সাথে জড়িত খোনা এলাকার মৃঃ মোবারেক মোল্যার পুত্র শাহাবুদ্দিন মোল্য (ইউপি সদস্য ৫২) একই এলাকার সঞ্জিত বাওয়ালী (৩৫), দেবাশীষ (৩০), আজাদ (৪০) ও বটিয়াঘাটা থানাধীন কায়েমখোলা হুলা এলাকার দাউদ আলী (সাবেক মেম্বর ৫৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশের প্রাথমিক স্বীকাররোক্তিতে আটককৃতরা জানায়। আরো জানায়, দীর্ঘদিন যাবৎ তারা স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে এই কাজ করে আসছে বলে জানা যায়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তাপস ঘের দখলসহ নানা অপরাধে একাধীক মামলার আসামী। এবং কথিত ডাক্তার কৃষ্ণপদের বিরুদ্ধে ডাক্তারীর নামে প্রতারনা চিটিং জালিয়াতির অসংখ্য অভিযোগের কথা ব্যাপক আলোচীত। এ ছাড়া পলাতক আসামীদের মধ্যে দাউদ আলী অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এবং শাহাবুদ্দিন মোল্যা হরিণ শিকারের মামলার আসামী বলে জানা গেছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বন্যপ্রাণী সংরক্ষন আইনের ২৬(১)(ক) ১৯২৭ সালের বন আইনের ২৬ ধারায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এস আই ব্রজবলভ সাধু বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(44)