ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সুত্র জানায় সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে খোনা গ্রামের মৃঃ নবীন রায়ের পুত্র গনেশ রায় (৫০), তার পুত্র শুকলাল রায় (২১) অপর সহযোগী কৃপা সিন্দু রায় ও সুব্রত রায়ের সহায়তায় প্রতিবেশী অনিতা মন্ডল (২৫) এবং তাঁর স্বামী ননী গোপাল মন্ডলকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারতর্œক জখম করে। আহত গৃহবধূর ভাষ্যমতে সকালে তাঁদের দু’টি গরু অভিযুক্ত গনেশ রায়ের গাছের পাতা খায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গনেশ তার পুত্র স্ত্রীসহ অন্যান্য সহযোগীরা এক যোগে এসে তাঁর উপর হামলা চালায়। এ সময় জমিতে কর্মরত ননীগোপাল স্ত্রীর চিৎকারে বাড়ীতে এসে ঘটনার প্রতিবাদ করলে গনেশ ধারালো দা স্বামী স্ত্রী উভয়কে উপুর্যপুরী কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাঁদেরকে উর্দ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে ঘটনাটি দাকোপ থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মূল অভিযুক্ত গনেশকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(8)