দাকোপ প্রতিনিধি: দাকোপে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়েরসহ আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দাকোপ থানায় দাখিলকৃত এজাহার সুত্রে জানা যায় ৭ই মে, সোমবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে চালনা পৌরসভার খলিসা গ্রামে ফাঁকা রাস্তায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এস আই বিজয় কৃষ্ণ কর্মকার এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে সুজিত রায় (৪৬) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতের কাজথেকে থেকে ৫০ গঁfজা উদ্ধার হয়।
গ্রেপ্তার হওয়া সুজিত রায় চালমা পৌরসভার খলিসা গ্রামের সুধাংশু রায়ের পুত্র। একই রাতে পৃথক অভিযানে চালনা পৌরসভার খৃষ্টান পাড়া প্রবেশ গেটের মুখে ফাঁকা জায়গায় গুড়কাঠি এলাকার বাত্তন দাসের পুত্র মঙ্গল দাস(৩২)কে ৫০ গ্রাম গঁাজা সহ হাত নাথে আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় দাকোপ থানায় মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানাজায়।
(14)