দাকোপ (খুলনা) প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, খুলনার দাকোপ উপজেলাতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে এলাকায় কর্মরত বিভিন্ন এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে সকাল ১০টায় একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে।
সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের।
(0)