সরেজমিনে জানাযায় গত ২৩ অক্টোবর রাতে স্থানীয় কৈলাশগঞ্জ চৌমুহনী ক্লাবের উদ্যোগে দূর্গাপূজা উৎসবে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে, পার্শবর্তী বাজুয়া এবং লাউডোব ইউনিয়নের কতিপয় মাদকসেবি এবং বখাটে যূবক মহিলাদের উপর অশ্লীল আচরণ , পূজা প্যান্ডেল এবং সাংস্কৃতিক মঞ্চে অতর্কিত হামলা চালায়। এসময় প্যান্ডেলে থাকা পুলিশ বাহিনী এবং কমিটির সদস্যরা তাদেরকে প্রতিহত করে। বিশৃংখলার কারণে সমস্ত আয়োজন পন্ড হয়ে যায়। এর পরদিন সকাল ১১টায় কৈলাশগঞ্ঝ ইউনিয়নের মটর সাইকেল চালক দুলাল জোয়াদ্দার (২৮) পিতা- মৃত চিত্ত জোয়াদ্দার, গ্রাম-ধোপাদী, দৈনিকের মত তাার মটর সাইকেল নিয়ে খুটাখালী গরুর হাট সংলগ্ন শ্মশানকালী মন্দীরের সামনে এলে পূর্বৃ পরিকল্পিতভাবে গতরাতের বখাটে বাহীনী ফেরদৌস খান মনার(২৭) নেতৃত্বে দুলালকে হত্যার উদ্যেশ্যে আক্রমন করে মারাত্মক জখম করে। তার আত্ম চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুলাল মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২৪ অক্টোবর বাজুয়া এস এন ডিগ্রী কলেজে অনুষ্ঠিত আইন শৃংখলা রক্ষা কমিটির সভায় এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে সন্ত্রাসীদের শাস্তির দাবি জানায়। সভায় সভাপতিত্ব করেণ দাকোপ উপজেলা আাইন শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে। উপস্থিত ছিলেন সাবেক খুলনা-১ আসনের সাংসদ ননীগোপাল মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, আওয়ামী নেতা রঘুনাথ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন এবং দাকোপ, বাজুয়া, লাউডোব, বানীশান্তা ও কৈলাশগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাব-রেজিষ্ট্রার নারায়ণ চন্দ্র মন্ডল, সাংবাদিক দীপক রায়, অধ্যাপক নারায়ণ রায়, অসিত সরকার ও বাজুয়া ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডলসহ এলাকার সুধীজন। বক্তব্যে বক্তারা দাকোপ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা এবং দুলালকে আক্রমনকারী সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির দাবী জানান। এবিষয়ে দাকোপ থানায় দুলালের ভাই জনার্দন বাদী হয়ে গত ২৩শে অক্টোবর একটি মামলা দায়ের করেছে। মামলা নং -১০। উল্লেখ্য দুলাল হত্যা চেষ্টায় জড়িত প্রধান আসামী ফেরদৌস খান মনাকে দাকোপ থানা পুলিশ ২৩শে অক্টোবর বিকালে আটক করেছে। সে বাজুয়া ইউপি সদস্য ফারুক খানের বড় পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্য আসামীরা এখনও পলাতক রয়েছে।
-শচিনদ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(1)