থানা পুলিশের কাছে অভিযোগ সুত্রে জানাযায়, দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে আবুল শেখর নিকট হতে একই গ্রামের তোয়াজ আলী শেখের পুত্র সামাদ শেখ গত মঙ্গলবার ২৩ শতক জমি কবলা মূলে ক্রয় করে। উক্ত জমি একই গ্রামের বারিক শেখের পুত্র সাইফুল ইসলাম তার মামার জমি দাবী করে ফেরৎ চায়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নলডাঙ্গা এলাকার বেল্লালের দোকানের ভিতর ঢুকে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা সামাদ শেখকে বেধড়ক মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় বেল্লাল বাধা দিলে তারা তাকেও পিটিয়ে রক্তক্ত জখম করে। আহত সামাদ ও বিল্লালের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী তাদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে দাকোপ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সামাদের পিতা বাদী হয়ে ৪ জন কে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(0)