দাকোপ প্রতিনিধিঃ দাকোপ থানার পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৩ জন ও তিউনিসিয়া ভোটকা মদসহ আরো ১ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার গভীর রাতে দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই সুশান্ত কুমার পাল, এসআই নিত্য কুমার মন্ডল ও এএসআই আনিছুর রহমানসহ সংগীয় ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়। এসময় বানিশান্তা ইউনিয়নের ভোজনখালী এলাকার মৃত মামসু সরদারের ছেলে এফসিআর (বন) পরোয়ানার আসামী ১। মিন্টু সরদার ২। রেজাউল সরদার।
এছাড়াও বাজুয়া ইউনিগ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অত্র দাকোপ থানার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই সুশান্ত কুমার পাল, এসআই নিত্য কুমার মন্ডল ও এএসআই আনিছুর রহমানসহ সংগীয় ফোর্সের সহায়তায় বানিশান্তা ইউনিয়নের ভোজনখালী এলাকায় মৃত সামসু সরদারের ছেলে এফসিআর (বন) পরোয়ানার আসামী ১। মিন্টু সরদার, ২। রেজাউল সরদার, এবং সিআর পরোয়ানার আসামী বাজুয়া ইউনিয়নের বাজুয়া এলাকার মৃত আমীর হাজমা খানের ছেলে মোঃ রফিকুল ইসলাম খান।
অপর দিকে গোপন সংবাদের ভিক্তিতে এস আই মোঃ কাইয়ুম মুন্সি সংগীয় অফিসারদের সহায়তায় ২ বোতল তিউনিসিয়া ভোটকা মদসহ বানিশান্তা ইউনিয়নের ৫নং ওয়াডের মৃত আনুল বেপারীর ছেলে আলমগীর বেপারী (৫০)কে হাতে নাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
(38)