পিঠা উৎসব আবহমান গ্রামবাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য,গ্রামিন মানুষের জিবনে পিঠাউৎসব এক আনন্দের উৎসব।বাংঙ্গালীদের এ উৎসবের যোগসূত্র র্দীঘ দিনের এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধা ৭ টায় সরকার নিকেতনের বাসভবনে মন্দির প্রাঙ্গনে অবসর প্রাপ্ত শিক্ষক বিকাশকুসুম সরদারের সভপতিত্বে অনুষ্ঠিত বাঙ্গালির আবহমান গ্রাম-বাংলার লুপ্ত সংস্কৃতির বিষয় ভিত্তিক আলোচনা সভায় অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল গীতাপাঠ, মৃতব্যাক্তিদের উদ্দেশ্যে স্মৃতি তর্পন, বিলুপ্তপ্রায় গ্রামবাংলার রুপকথা ও ধর্মিয় গান।
সভায় অরুন সরদারের পরিচালনায় অতিথি হিসাবে বক্তৃতা করেন সাংবাদদিক জি এম,আজম,সাংবাদিক শচীন্দ্র নাথ মন্ডল,বিশিষ্ট সমাজ সেবক শিবপদ গোলদার,ইউপি সদস্য বিকাশ চন্দ্র রায়,তুষার কান্তি হালদার,বিমল কৃষ্ণ মন্ডল,অসিত কুমার মন্ডল,যতিন্দ্র নাথ গোলদার,মৃদুলা গোলদার,শিখা গোলদার,শিপ্রা সরকার, অনিমা মন্ডল, তন্নি রানি গোলদার, লাভলী মন্ডল, মৃদুল গোলদার, রবীন্দ্র নাথবিশ্বাস, রমেশ গোলদার, অনিমেশরায়।
সভা শেষে উপস্থিত সূধীজনের মাঝে ১৬ প্রকারের পিঠা বিতরন করা হয়।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(10)