দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ দাকোপ সদর চালনা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আবুল খয়ের খানের ধানেরশীষ প্রতিকের কর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় চালনা ডাকবাংলা মোড়স্থ উপজেলা বিএনপির দলীয় কর্যালয়ে চালনা পৌরসভার বিএনপির আহবায়ক শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আঃ রশিদ. সিরাজুল হক নান্নু, এস এম আছাদুজ্জামান মুরাদ, মেহেদি হাসান দিপু, ইউছুপ হারুন মজনু,শরিফুল ইসলাম, এস এম আলমঙ্গির হোসেন।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন আঃ মান্নান খান, এসএম গোলাম কাদের, সরদার ফারুক আহম্মেদ, রউপ সরদার, মোজাফ্ফার হোসেন, কাশেম সানা, কামরুজ্জামান টুকু, শেখ রফিকুল ইসলাম, বেণী মাধব বিশ্বাস, দীপক সরদার, আঃ রাজ্জাক শেখ, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, জিএম রমজান, জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, নুর হোসেন, মনিরুল ইসলাম, জিল্লুর রহমান, রাজ্জাক মোল্লা, বাপ্পি কাজী, গাজী তরিকুল ইসলাম প্রমুখ। সভাশেষে সকলের মাঝে লিফলেট বিতরন করেন এবং ধানেরশীণ প্রতিকে ভোট প্রার্থনা করেন।
(30)