দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ খুলনার দাকোপে মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎ স্পৃষ্ঠে শশুরের মৃত্যু। এসময়ে আরো ৩জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কামিনিবাসিয়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) ক্ষিতিশ গোলদার জানান, কয়রা উপজেলার মহেশ^রিপুর ইউনিয়নের হড্ডা এলাকার শিবপদ মন্ডল (৬০) ও তার স্ত্রী ভক্তি মন্ডল জামাই মিঠুন বৈদ্য‘র বাড়ি বেড়াতে আসেন। সোমবার সন্ধ্যায় মিঠুনের স্ত্রী মনিষা বৈদ্য গোসল শেষে ভিজে কাপড় মেলে দিতে যায়। এসময়ে বাঁশের চটার আড়ে কাপড় দিতে গিয়ে বিদ্যুৎ‘র তারের উপর পড়ে। পরে কাপড় টেনে আনতে গেলে তারে ছিদ্র থাকায় সে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। এসময়ে মেয়ের আত্ম চিৎকারে বাবা শিবপদ, মা ভক্তি ও শাশুড়ি শিবানী বৈদ্য বাঁচাতে ছুটে গেলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। পরবর্তীতে আশে পাশের লোকজন এসে বিদ্যুৎ লাইন বন্দ করে তাদের সকলকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
এসময়ে হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ মিনার্ভা রায় শিবপদকে মৃত ঘোষনা করেন বলে তিনি জানান। তিন জনের মধ্যে শিবানী গুরুতর আহত বলে জানা গেছে। এদিকে শিবপদ লাশ দাফনের জন্য গতকাল মঙ্গলবার তার পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়সজনের কাছে হস্তান্তর করা বলে জানা গেছে।
এব্যাপারে দাকোপ থানার পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, বিদ্যুৎ স্পৃষ্ঠে নিহতের এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
(0)