খুলনা জুডিশিয়াল ম্যাজিষ্টেট, কোর্ড নং-০৩ বিজ্ঞ আদালত ও এলাকাবাসী সূত্রে জানা যায় পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের মৃঃ সুরেন্দ্র নাথ গাইনের পুত্র ও জি.টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার গাইন বাদী হয়ে খুলনা জুডিশিয়াল ম্যাজিষ্টেট মোসাঃ রওশন আরা রহমান আদালতে সি.আর ১১৯/২০১৪, ইং ০৮/০৯/১৪ তারিখে অত্র ইউনিয়নের সংরক্ষিত-২ আসনের মহিলা সদস্যা লতিকা গোলদারের বিরুদ্ধে পেনালকোডে ৫০০/৫০১ ধারায় মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত শিক্ষক প্রফুল্ল-এর অভিযোগ আমলে নিয়ে দীর্ঘ শুনানীর পর গত ইং ২৩/১২/১৫ তারিখ বিজ্ঞ আদালত মামলার রায় ঘোষণা করেন। বিজ্ঞ আদালতে আদেশ হয় লক্ষ্মীখোলা গ্রামের নিমাই গোলদারের স্ত্রী লতিকা গোলদারকে পেনালকোর্ডে ৫০০ ধারায় দোষী সাবস্ত্য করে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।
এছাড়া রায় প্রকাশের দিন হতে পরবর্তী ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট খাতে জমাদানসহ চালান কপি অত্রাদালতে প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
-শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ, খুলনা
(1)