শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপঃ খুলনার দাকোপ উপজেলার বানিশান্তায় এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বানিশান্তা হাওয়া বিদ্যুৎ কেন্দ্রের পাশের মধ্যবিল এলাকায় ওই যুবকের জবাই করা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
নিহত ওই যুবকের নাম সুব্রত মন্ডল (৩০)। সে পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন। উপজেলার বানিশান্তা ইউনিয়নের পশ্চিম ঢাংমারী গ্রামের হৃদয় মন্ডলের পুত্র সুব্রত।
নিহতের স্ত্রী মাধবী মন্ডল বলেন, রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাজারে তাঁদের নিজস্ব মুদি দোকানে বসে ছিল। রাত সাড়ে নয়টার দিকে তাঁর ব্যবহৃত মুঠোফোনে কে বা কারা কল করে। কথা শেষে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। রাত হলেও বাসায় না ফিরলে তার মোবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান মিলেনি।
নিহত সুব্রত মন্ডলের বন্ধু নাজিম সরদার জানান, রাতে এক সঙ্গে দোকোনে ছিলাম। সুব্রতর মুঠোফোনে কল আসলে কথা শেষে সে বেরিয়ে যায়, আমরাও বাড়িতে চলে আসি। এরপর রাত ১২টার দিকে সুব্রতর বাবা ফোনে বলে তাকে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজাখুজি করে সন্ধান না পেলেও রাত দুইটার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি মধ্যবিল এলাকায় পাওয়া যায়। তারপর ভোর পাঁচটার দিকে একই স্থানে সুব্রতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে সুব্রতের মরদেহ উদ্ধার কার্যক্রমে যায় দাকোপ থানা পুলিশ। কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারছেন না কেউ। তবে নিহত সুব্রত পরিবার তাঁর হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইন চার্জ মোঃ শফিকুল ইসলাম চৌধুরী মুঠোফোনে এ বিষয়ে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় তাঁর গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি আরও জানান,অপরাধীদের খুজে বের করে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির আওতায় আনা হবে।
দলিত ভয়েস//হাবিবা
(4118)