দাকোপ প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কমিটির ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন মঙ্গলবার সকাল ১১ চালনা বৌমার গাছতলা দাকোপ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে রথযাত্রা উৎসব কমিটির আহবায়ক গোবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানা পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত, ডাঃ সন্তোষ কুমার মজুমদার, এ্যাড কৃষ্ণ পদ মন্ডল, শিক্ষক চিন্ময় বিশ্বাস, দেবাশীষ ঢালী, অমরেশ ঢালী, শিশির বিশ্বাস, পরিমল রায়, বিকেন্দ্র নাথ গাইন, পরিল চন্দ্র বিশ্বাস, ভবেন্দ্র নাথ রায়, শেখর রায়, বিথীকা রায় আরো অনেকে।
সভা শেষে চালান পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস এ ৯ দিন ব্যাপী রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করেন। আগামী ২৮ জুন বুধবার বিকেলে উল্টে রথযাত্রা মধ্যে দিয়ে ভাবগাম্ভীর্যের সাথে রথযাত্রা উৎসব সমাপ্ত করা হবে।
(5)