বেসরকারী সংস্থা রূপান্তরের সহযোগীতায় এবং এসডিসির অর্থায়নে গতকাল বৃহস্পতিবার দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নে র্যালী আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়েছে। বিশেষকরে গ্রামীন নারীদের অবস্থা,তাদের কাজের স্বীকৃতি এবং তাদের সমস্যা রাষ্ট্র এবং সকলের সামনে তুলে ধরার জন্য এই দিবসের আয়োজন। ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের ৪র্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতীক গ্রামীন নারী দিবসের প্রস্তাব গ্রীহিত হয়। জাতিসংঘ ২০০৭ সালের ১৮ ডিসেম্বর অনুষ্টিত সাধারণ পরিষদের সভায় ১৫ অক্টোবর আন্তর্জাতীক নারীদিবস পালনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়। সেখান থেকে দিবসটি বিশ্বের অধিকাংশ দেশে পালিত হয়ে আসছে। এবার বাংলাদেশের ৬৪টি জেলায় দিবসটি পালন করা হয়েছে। তারই অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদায় দাকোপে দিবস পালন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসাবে ছিল, র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, ছাত্র ছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেণ তবে নারীদের অংশগ্রহন ছিল সবচেয়ে বেশী। অনুষ্ঠানগুলি আয়োজনে সহায়তা করেন রূপান্তর দাকোপের এয়িয়া ম্যানেজার দীপক রায় ও প্রশিক্ষক দীপংকর মন্ডল। সকল অনুষ্ঠানের সমন্বয় করেন তৃণমূল নারীনেতৃত্ব প্রকল্পের অপারেশন কো-অর্ডিনেটর সেখ জার্জিস উল্লাহ্ ।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(1)