দাকোপ প্রতিনিধিঃ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় খুটাখালী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক সাগর চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিহার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নব গঠিত খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। সভায় বিশেষ অতিথি ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মুনসুর আলী খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও দাকোপ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত বরন সাহা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, সাবেক চেয়ারম্যান সঞ্জয় কুমার মোড়ল, সাবেক চেয়ারম্যান সমরেশ রায়, অচিন্ত সাহা, শিবেন্দ্রনাথ রায়, দেবব্রত সরকার দেবু, প্রভাষক ধ্রুবশংকর রায়, প্রসেনজিত রায়, যুবলীগ নেতা দীপংকর বৈদ্য, নারী নেত্রী রিতা সরকার, অমরেশ মৃধা, অসিত মন্ডল, সমরেশ মন্ডল, ইউপি সদস্য নিতাই জোয়াদ্দার, রিপন সরদার, মিল্টন সরকার, প্রমূখ।
(67)