দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় বারের মত জনপ্রতিনিধিদের সরাসরি ভোটে খুলনা জেলা পরিষদ নির্বাচনে দাকোপ উপজেলা তথা ১ নম্বর সাধারণ ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চালনা বাজার সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহন করা হয়। নির্বাচনে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেনের দেওয়া বেসরকারী ফলাফলে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সরোজিত কুমার রায় (টিউবওয়েল প্রতীকে ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কবির হোসেন খাঁন (হাতি) প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট। দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নাহার আক্তার (ফুটবল) প্রতীকে ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিসেস নাজমা কামাল (লাটিম) প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট।
(64)