তবে এ সব কিছুই করছে শুধুমাত্র আওয়ামীলীগের প্রার্থীরা। ইতিপূর্বে নির্বাচনে অন্যান্য দল বিশেষ করে বি.এন.পি ও সিপিবির প্রার্থীদের মোটামুটি তৎপরতা ও প্রতিদ্বন্দিতায় থাকলেও এবার এখনও পর্যন্ত ২টি ইউনিয়নে বি.এন.পির প্রার্থী ব্যাতিত অন্য ৭টিতে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এমনকি এখনও পর্যন্ত নাম জানা জায়নি।
২টি ইউনিয়ন হচ্ছে বাজুয়ার বর্তমান চেয়ারম্যান সদ্য বি.এন.পির বহিস্কৃত নেতা দেব প্রসাদ গাইন ও পানখালী ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী বি.এন.পি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক। সুতারখালী ইঊনিয়নে বিগত নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী সিপিবির এ্যাডঃ রুহুল আমিন।
আর কৈলাশগঞ্জ ইউনিয়নের ওয়ার্কাস পাটির নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়। তবে ৯টি ইউনিয়নের প্রতিটিতেই আওয়ামীলীগের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছে এবং নমিনেশন চূড়ান্ত করতে উপজেলা নেতাদের নিকট ধর্ণা দিয়ে চলছে।
সম্প্রতি এ প্রসঙ্গে এক সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ বলেছেন নেতাদের কাছে এত দেনদরবার, তদবীর করে কোন লাভ হবে না।
দলের প্রধান শেখ হাসিনা নমিনেশন দেবেন। উনার কাছে সকল রিপোর্ট আছে। আর বর্তমানে নানা সংস্থার মাধ্যমে আরও রিপোর্ট সংগ্রহ চলছে। যাদের কোন ক্লেম নেই, ত্যাগী, দলের শ্রম দেয় তারাই নমিনেশন পাবে।
এদিকে বর্তমানে বিভিন্ন ইঊনিয়নে চলছে প্রাক নির্বাচনী সভা। সভায় উপজেলা পর্যায়ের বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সকলে উপস্থিত হতে পারছেন না বলে কয়েকজন সিনিয়র নেতা এ প্রতিনিধিকে জানান।
এ ব্যাপারে জেলা সভাপতি শেখ হারুনুর রশিদ আবারো বলেছেন সভা যদি করতেই হয় বর্তমানে দাকোপের যে সকল নেতা জেলায় আছেন তারা এবং উপজেলার সাবেক কমিটির সকল নেতাকে ডাকতে হবে। এদিকে বাজুয়া চেয়ারম্যান দেব প্রসাদ গাইন জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন।
-শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ, খুলনা
(14)