দাকোপ( খুলনা) প্রতিনিধিঃ দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজাল ক্যানোলা(এইসএফএনসি) স্থাপনের কাজ পরিদর্শন করা হয়েছে।
১৩ডিসেম্বর বুধবার বেলা ১টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের(ইউজিডিপি) আওতায় দাকোপ উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজাল ক্যানোলা(এইসএফএনসি) স্থাপনের কাজ পরিদর্শন করেন। চলমান এ প্রকল্পটি জাইকা-বাংলাদেশ সরকারের অর্থায়নে র্নিমিত হচ্ছে।
নির্বাহী কর্মকর্তা প্রকল্পের সবক’টি কাজ ঘুরে ঘুরে দেখেন ও হাসপাতালের রোগীদের খোঁজ খবর নেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, প্রেস ক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, দপ্তর সম্পাদক জিএম, আজম ডাঃ সুষেন বিশ্বাস, ডাঃ সন্তোষ কুমার মজুমদার, উপজেলা সহকারী প্রোকৌশলী মিলন, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, জাইকা-বাংলাদেশ সরকারের প্রতিনিধিগন।
(9)