সুত্র জানায়, মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা সদর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চালনা বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় চালনা বাজারের বাসিন্দা মোঃ ইসাহাক শেখের দুই মেয়ে এলাকার চিহিৃত মাদক সম্রাজ্ঞী আসমা বেগম ও নাসিমা বেগমকে মাদকদ্রব্যসহ আটক করে। জানা যায় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা তাদেরকে আটক করে তল্লাশীকালে নাসিমার ঘর থেকে ২৪ বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম হিরোইন এবং আসমার ঘর থেকে ১২ বোতল ফেন্সিডিল উর্দ্ধার হয়। পরবর্তীতে তাদেরকে মাদকদ্রব্যসহ দাকোপ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য আইনে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেন। এলাকাবাসী জানায়, এ মাদক সম্রাজ্ঞী দুই বোন সুকৌশলে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। ইতি পূর্বে মাদক সম্রাজ্ঞী আসমা বেগমকে বেশ কয়েকবার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদকসহ আটক করে জেল হাজতে প্রেরণ করলেও তারা বিভিন্ন কৌশলে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসা অব্যহত রাখে। ফলে তাদের কারনে এলাকার যুব সমাজ আজ ধ্বংসের পথে এমন মন্তব্য সুশীল সমাজের।
//শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(8)