মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলানয়তন থেকে ভুমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ভুমি অফিসের চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে প্রধান অতিথি হিসাবে ৩ দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে, সহকারী কমিশনার ভুমি মোঃ শামীমুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা রমেশ চন্দ্র মল্লিক, আঃ গফুর, মোঃ কবির হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, পানখালী ইউনিয়ন ভুমি কর্মকর্তা গৌরপদ বিশ্বাস, বিপ্লব কুমার সরকার, সুতারখালী ইউনিয়ন ভুমি কর্মকর্তা এস এম, ইলিয়াছ হোসেন, তিলডাঙ্গা ইউনিয়ন ভুমি কর্মকর্তা আঃ সবুর, কৈলাশগঞ্জ ইউনিয়ন ভুমি কর্মকর্তা মীর রেজোয়ান আলী, বাণীশান্তা ইউনিয়ন ভুমি কর্মকর্তা মঞ্জুরুল হক, সহ ভুমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সাংবাদিক ও এলাকার সুধীজন।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(1)