বিবৃতিদাতারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দাকোপ বটিয়াঘাটা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সুনীল শুভ রায়, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এ্যাডঃ মহানন্দ সরকার, জেলা যুগ্ম সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র সরকার, দাকোপ উপজেলা সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, জেলা জাপানেতা এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, উপজেলা সাধারন সম্পাদক সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, উপজেলা সহ-সভাপতি মনোজ কুমার রায়, আব্দুল খালেক ঢালী, হাফিজুর রহমান সানা, শেখ নজরুল ইসলাম, লুৎফর রহমান সানা, যুগ্ম সম্পাদক ইউপি সদস্য দূর্গাপদ রায়, বিপুল কৃষ্ণ মোড়ল, সুজায়েত আলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সিরাজ মল্লিক, সম্পাদক মন্ডলীর সদস্য রাশেদুল ইসলাম, মিল্টন গোলদার, হরিপদ হালদার, সোহরাব হোসেন, আনোয়ারুল হক গাজী, বিনয় কৃষ্ণ রায়, উদয় মন্ডল, সুদর্শন বালা, গোপাল ব্যানার্জী, নির্বান গোলদার, ইউপি সদস্য বিকাশ রায়, বিমল কবিরাজ, মাসুদ মল্লিক, প্রভাষ সরদার, সমীর পাল, প্রভাষ রায়, আলহাজ্ব মনিরুজ্জামান সরদার, সাইফুল মল্লিক, মিথুয়া মন্ডল, উপজেলা মহিলা পার্টির ডলি আকতার, ইউপি সদস্য রাশিদা বেগম, বিলকিস নাহার, শাহনাজ বেগম, যুব সংহতির হুমায়ুন কবির হীরা, মীর কামাল হোসেন বাদশা, ইন্দ্রোজিত মিস্ত্রি, মজনুর রহমান ফকির, আঃ রহমান, শ্রমিক পার্টির সালাম হাওলাদার, মহসিন ফারাজী, রেজাউল ইসলাম, জালাল মোড়ল, ছাত্র সমাজের মোশারফ হোসেন লিমন, এনামুল কবির, হান্নান গাজী, মাহাবুবুর রহমান, ফায়জুল্লাহ মল্লিক, সালমান সরদার প্রমুখ।
নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় আহবায়ক মিজানুর রহমান হিমুর হত্যাকারী এবং রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচীব এস এম ইয়াসীরের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানিয়েছেন।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(0)