দাকোপ প্রতিনিধিঃ দাকোপ থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে ও চুরি হওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায়, বিভিন্ন সময়ে হারিয়ে এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের অভিযোগের ভিত্তিতে দাকোপ থানা পুলিশ এলকা এবং এলাকার বাইরের থেকে ৫ টি এ্যন্ড্রয়ড ফোন উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইল ফোন গুলি ১৪ ই মে রবিবার সাড়ে বারোটর সময় ফোন মালিক যথাক্রমে বানিশান্তা ইউনিয়নের সজল মন্ডল, সোহাগ হালদার, পানখালী ইউনিয়নর মেহেদী হাসান, সোহেল হোসেন, ও লাউডোব ইউনিয়নের মামুন খানদের দাকোপ থানায় হাজির করে ফোন গুলি ফিরিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত, ওসি তদন্ত শহিনুর রহমান, এস আই সুশান্ত কুমার পাল, এস আই বিজয় কৃষ্ণ কর্মকার, এস আই রুবেল হোসেন, এস আই নুরমুহম্মদ শাহিদ।
আরো উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল ও সাংবাদিক দীপক রায়।
(22)