বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব জি এম, এহেতেশাম রেজার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন আহবায়ক কমিটির অন্যতম সদস্য জি এম, জাকির হোসেন, সাবেক সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জুবায়ের রহমান লিংকন, জি এম, আজম, বিধান চন্দ্র ঘোষ, শচীন্দ্র নাথ মন্ডল,শেখ মোজাফফার হোসেন,এস এম, মামুনুর রশিদ, সোহাগ আহম্মেদ, কুমারেশ বিশ্বাস। র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি স্বপন কুমার রায়,তুষার দাস,দীপক সরদার, শামীম হাসান,দীপক রায়, গাজী আবুল বাসার, মনিরুল ইসলাম মনি, জয়ন্ত মন্ডল, পারুল বেগম, প্রবীর রায় বাপ্পি, মজনু ফকির, গাজী সরোয়ার হোসেন।
উল্লেখ্য গত ইং ১৭ আগষ্ট দাকোপের পানখালী-বরণপাড়া ফেরী ঘাটের খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় ও বাস মালিক কতৃপক্ষের কাছ থেকে অহেতুক টোল চাওয়াকে কেন্দ্র করে বাসমালিক সমিতির পক্ষে শেখ মেহেদী হাসান বাদী হয়ে খেয়াঘাট ইজাদার শেখ আসাদুজ্জামন জালালসহ ১৯ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় মামলা দায়ের করে। যার মামলা নং-২ তাং-০২/০৯/১৫ উক্ত মামলা হতে রক্ষা পেতে ঘাট ইজারাদার আসাদুজ্জামান জালাল বাদী হয়ে দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক পূর্বাঞ্চল ও সমকালের দাকোপ প্রতিনিধি মোঃ শিপন ভূঁইয়া এবং দৈনিক সময়ের খবর দাকোপ প্রতিনিধি শেখ মোজাফফার হোসেনের নাম উল্লেকসহ ৩৩ জনের নামে বাদী হয়ে দাকোপ থানায় হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৩,তারিখ ০২/০৯/১৫। গত ১৭ই আগষ্টে সৃষ্ট ঘটনায় কোন রকম তদন্ত ও যাচাই-বাছাই ছাড়া ঘটনার ১৫ দিন পর সাংবাদিক, জনপ্রতিনিধি,সমাজসেবকের নামে হয়রানীমুলক মিথ্যা মামলা গ্রহন করায় অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন দাকোপ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ, খুলনা
(7)