সভাপতির বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে খুলনাঞ্চল ক্ষতিগ্রস্থ এলাকা হিসেবে চিিহœত হয়ে আছে এবং আমাদের উপকূলীয় অঞ্চল মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিনিয়ত জলবায়ু উদ্বাস্তুরা জীবন জীবীকার সন্ধানে খুলনা মহানগরী এলাকায় এসে মানবেতর জীবন যাপন করছে। তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কেসিসি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কেসিসি এইসব ছিন্নমূল মানুষের কল্যাণ সাধন, নগরীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। ভারপ্রাপ্ত মেয়র কেসিসি’র উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়নে এডিবি’র সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র প্যানেল মেয়র রুমা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, এডিবি’র মিশন লিডার সিনিয়র আরবান স্পেশালিস্ট মিনগোয়ান ফ্যান, আরবান ডেভলপমেন্ট স্পেশালিস্ট মিস আলেকসযান্দ্রা ভগ, সিনিয়র প্রজেক্ট অফিসার মিস এলমা মোর্শেদা, সিআরডিপি’র প্রজেক্ট ডাইরেক্টর আহসান হাবীব, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর হামিদুল হক, টীম লিডার পিটার ডয়াচ, কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) কামাল উদ্দীন, সিআরডিপি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
(3)