শরীরের যে অংশে দাদ হয়েছে, সেই অংশটিতে গোলাকার দাগ হয়। সময়মতো চিকিৎসা না করা হলে আরও বেশি করে ছড়িয়ে পড়তে পারে এটি। চামড়া আর্দ্র হয়ে পড়লে দাদের মতো নানা চামড়ার সমস্যায় পড়তে হয়।
তবে ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করে যদি দাদের সমস্যা সমাধান করা যায়, তাহলে তার চেয়ে ভালো আর কিছু হয় না। সামান্য বেশি সময় নিলেও এতে কাজ বেশি হবে ও চিকিৎসার খরচও কমবে।
তাহলে জেনে নিন কিভাবে ঘরোয়া উপায়ে দাদের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি:-
১. চা গাছের নির্যাস থেকে তৈরি তেলেও রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক উপাদান। দাদের সমস্যায় এটি খুব ভালো কাজ দেয়। তুলোর বল তৈরি করে তা এতে ডুবিয়ে দাদের জায়গায় দিন। আধঘণ্টা রেখে মুছে ফেলুন। দিনে বেশ কয়েকবার এটি করতে পারেন।
২. ভিনেগারে রয়েছে এমন অ্যাসিড যা বেশ কিছুদিন ব্যবহার করলে দাদ দূর হবে।
৩. কাঁচা পেপে দেহের উপরের মরা চামড়াকে সরিয়ে দেয়। দাদের ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে পেপে। পেপে বেটে তা দাদের জায়গায় লাগান। আধঘণ্টা পরে ধুয়ে ফেলুন।
৪. দাদের সমস্যা দূর করতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এতে রয়েছে লরিক অ্যাসিড যা দাদের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।
৫. নানা সমস্যায় প্রাচীন কাল থেকেই হলুদের ব্যবহার চলে আসছে। দাদের জায়গায় হলুদের মিশ্রণ তৈরি করে লাগান। খানিকক্ষণ পরে ধুয়ে ফেলুন।
৬. দাদ কমাতে নুন-জলও দারুণ কাজ দেয়। ক্ষতিগ্রস্ত জায়গায় নুন-জল দিনে ৩ বার করে লাগান।
এভাবে আপনি ঘরোয়া উপায়ে দাদের হাত থকে মুক্তি পেতে পারেন।
(27)