পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ দিনের বেলায় বাল্ব জ্বালিয়ে রেখে বিদ্যুতের অপচয় করছে ১৫৯নং সুন্দরবন আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়টি ১৯৯৪ সালে পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে স্থাপিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দুই যুগের ও বেশি সময় প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন জিএম আল হাদী। তিনি দীর্ঘদিন একই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে থাকায় তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। রয়েছে দায়িত্ব অবহেলা সহ বিভিন্ন অভিযোগ। শুক্রবার ছিল বন্ধের দিন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় তালাবদ্ধ বিদ্যালয়ের বারান্দার সবগুলো বাল্ব জ্বালিয়ে রাখা রয়েছে। এভাবেই দিনের পর দিন ছুটির দিনে দিনভর কয়েকটি বাল্ব জ¦ালিয়ে বিদ্যুতের অপচয় করা হয় বলে এলাকাবাসী অনেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন।
বিদ্যালয়ের পাশের বাসিন্দা নূর উদ্দীন মোড়ল জানান স্কুলের পাশেই আমার জায়গা জমি রয়েছে শুক্রবার দুপুরের আগে আমি আমাদের জমিতে গিয়েছিলাম, গিয়ে দেখি তালাবদ্ধ স্কুলের সবগুলো বাল্ব জ্বালিয়ে রাখা রয়েছে। যেখানে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সব পক্ষকে সর্তক করার পাশাপাশি বার বার তাগিদ দিচ্ছে।
এমনকি সরকার অফিস-আদালতের সরকারী সময়সূচীও পরিবর্তন করেছে। এমন পরিস্থিতির মধ্যে এভাবে দিনের বেলায় বাল্ব জ¦ালিয়ে বিদ্যুতের অপচয়ের যৌক্তকতা প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জ সাহা জানান এটি সম্পূর্ন সরকারী নির্দেশনা উপেক্ষা ও দায়িত্ব অবহেলার মধ্যে পড়ে।
প্রতিষ্ঠান প্রধান হিসেবে এর দায় এড়ানোর কোন সুযোগ নাই। বিষয়টি খতিয়ে দেখবেন বলে উপজেলা শিক্ষা অফিসার জানান। দায়িত্ব অবহেলার কথা স্বীকার করে প্রধান শিক্ষক জিএম আল হাদী জানান চুরির ভয়ে রাতেই বাল্ব গুলো জ¦ালিয়ে রাখা হয়েছিল। আমার এক আত্মীয় অসুস্থ থাকায় শুক্রবার সকালে আমি সেখানে গিয়েছিলাম এজন্য বাল্বগুলো অফ করা হয়নি।
(0)