স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী সহ এলাকাবাসীর সহযোগীতায় গত দুই মাসে তিনি থানাকে সাজিয়ে তুলেছেন নতুন রূপে। প্রবেশ দ্বার থেকে শুরু করে আবাসিক এলাকা সহ গোটা থানার চারপাশ প্লট প্লট করে রঙিন বাঁশের বেড়া দিয়ে ঘিরে তার ভিতরে রোপণ করেছেন বিভিন্ন প্রজাতির ফুল গাছ। কিছু কিছু প্লটে লাগিয়েছেন উন্নত জাতের ফলের গাছ। বাঁশের ঘেরার নীচদিয়ে সারি ভাবে সাজিয়েছেন ইটের সারি। ফুল, রঙিন বাঁশের ঘেরা আর ইটের সারি সৃষ্টি করেছে সৌন্দর্যের সমারেহ। থানার নতুন রূপ মুগ্ধ করছে আগন্তক সবাইকে। প্রয়োজনীয় কাজে বৃহস্পতিবার থানায় আসেন এ্যাডঃ সেলিনা আক্তার। থানার বর্তমানের এ পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, আগে যখন থানায় আসতাম তখন সর্বত্রই অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করত, বর্তমানের মনমূগ্ধ কর সৌন্দর্য দেখে মন ভরে যায় অফুরন্ত ভালো লাগায়।
কর্মরত শ্রমিক আবুল কাশেম জানান, প্রতিদিন প্রায় ৫ জন করে শ্রমিক গত ২ মাস যাবৎ কাজ করছি। ৫ শত ও অধিক বাঁশ লেগেছে ঘেরা দিতে। বর্তমান কাজ এখনো চলমান রয়েছে বলে আবুল কাশেম জানান। ওসি আশরাফ হোসেন জানান, আমি যখন যে থানায় কর্মরত ছিলাম চেষ্টা করেছি সেখানেই কিছু ভাল কিছু করার। ইচ্ছা থাকলেও অনেক থানায় জায়গার অভাবে তেমন কিছু করতে পারিনি।
ইতোপূর্বে এর আগে ডুমুরিয়া, নলিতা বাড়ী, শেরপুর সহ কয়েকটি থানায় এধরণের কাজ করেছি। কাজটি অনেক কঠিন হলেও এমপি ও উপজেলা চেয়ারম্যান মহোদয়ে সহ অনেকের সহযোগীতাই কঠিন কাজটি অনেক সহজেই করা সম্ভব হয়েছে। কতটুকু ভাল পরিবেশ সৃষ্টি করতে পেরেছি সেটা বলতে পারিনা তবে নিজ দায়িত্ববোধ থেকে কিছু একটা করার চেষ্টা করেছি। যদি ভাল কিছু হয়ে থাকে তার প্রাপ্তি সকলের।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(14)