দুই বিদেশি নাগরিককে হত্যার ঘটনা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দেশকে
আজ শনিবার সকালে রংপুরে জাপানের নাগরিক হোসে কোমিও গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাভেল্লা সেজারে । তিনি নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঢাকা অফিসে কাজ করতেন।
তাভেল্লা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করে।
(0)