১৬ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে দুটি চলচ্চিত্র। যার একটি আন্ডারওয়ার্ল্ড কাহিনীনির্ভর ছবি রান আউট এবং অন্যটি অ্যাকশন রোমান্টিক ঘরানার সিনেমা আজব প্রেম।
দুই বছর আগে শুরু হওয়া এই ছবিটি তন্ময় তানসেন পরিচালিত প্রথম চলচ্চিত্র। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথমবারের মতো আসছেন ছোট পর্দার অভিনেতা সজল এবং অভিনেত্রী মৌসুমী নাগ।
ভাইকিংস ব্যান্ডের দলনেতা তন্ময় এবং তার ব্যান্ডের সদস্যরা মিলেই করেছেন এই ছবির সঙ্গীত পরিচালনা। শুক্রবার সারা দেশের ৬০টি হলে প্রদর্শিত হবে ছবিটি।
অন্যদিকে আজব প্রেম ছবিটির শুটিং শুরু হয়েছিল দুই বছর আগে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বাপ্পী এবং আঁচল। এই ছবির মাধ্যমে প্রায় ছয় মাস পর বড় পর্দায় আসছেন অভিনেত্রী আঁচল।
তবে ছবির ট্রেইলার দেখেই দর্শকরা বলতে শুরু করেছেন আজব প্রেম ছবিটি তামিল আরিয়া টু ছবির নকল। এই বিষয়ে পরিচালক ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। এই ছবিটি প্রদর্শিত হবে দেশের প্রায় আশিটি প্রেক্ষাগৃহে।
(1)