শপথ পাঠ শেষে উক্ত বিদ্যালয়গুলোতে সনাক খুলনা’র দুর্নীতিবিরোধী নাটক প্রদর্শন করা হয়। ইয়েস বন্ধু সদস্যরা এসময় শিক্ষার্থীদের মধ্যে টিআইবি’র ব্যাজ বিতরণ করে।
বিদ্যালয়গুলোর পাশা পাশি ডুমুরিয়ার শাহপুর বাজার ও পাইকগাছা কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪.৩০টায় উল্লেখিত নাটকের শো আয়োজন করা হয়। দুটি স্থানে প্রায় ৪শত সাধারন মানুষ নাটকটি উপভোগ করে।
ইয়েস বন্ধু গ্রুপের এই বিশেষ উদ্যোগে সনাক সদস্য ও ইয়েস সদস্যবৃন্দ সক্রিয় দায়িত্ব পালন করেন।
(5)