দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্তে যারা ষড়যন্ত্র খুঁজছেন তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভাবে হবে, সরকারের এমন সিদ্ধান্তে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা।
তবে নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তে যারা ষড়যন্ত্র খুঁজছেন, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার বলে মনে করেন এল-জি-আর-ডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তাঁর দাবি, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হলে, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র আরও সুসংহত হবে।
ক্ষমতাসীন দলের আরেক নেতা আমির আমুর মতে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিৎ সব রাজনৈতিক দলের।
এ নিয়ে বিএনপির ষড়যন্ত্রের অভিযোগকে বিরোধীতার খাতিরে বিরোধী আখ্যা দিয়ে শিল্পমন্ত্রী বলেন, গেল সিটি কর্পোরেশন নির্বাচনেও তারা তাদের প্রার্থী নিয়ে মাঠে ছিলেন।
(0)