আমাদের খুলনা ট্যুর ২য় দিন
কাজলকে নিয়ে লিখতে গেলে আমি হয়তো লেখার ভাষা খুঁজে পাবো না। ভাষার কাছেও যে কোন কোন ক্ষেত্রে আমরা খুব অসহায় এখন বুঝতে পারছি।
ওর সুন্দর মনের পরিচয় তুলে ধরা আমার এই ছোট্ট লেখায় অসম্ভব। তারপরেও শুধু এতটুকু বলবো অসাধারণ একটি ছেলে থাকে খুলনায়। সাংবাদিকতা করে।
বার্তা সম্পাদক- দলিতভয়েস ২৪ডট কম,
সিনিয়র স্টাফ রিপোর্টার- দৈনিক প্রবাহ,
খুলনা প্রতিনিধি- দৈনিক প্রতিদিনের সংবাদ
এবং কোম্পানি কনসালটেন্ট
প্রথমে যে অসাধারণ যে কাজটি করেছে সেটা হলো আমাদের ৪ রাত থাকার ব্যবস্থা খুলনা প্রেসক্লাবের, গেস্ট হাউসে, চমৎকার লোকেশন, সুন্দর পরিবেশ ১০০% সিকিউরিটি।
আজ আমাদের দ্বিতীয় দিনের ঘুরাঘুরি
উদ্দেশ্যে প্লাস্টিক ড্রাম দিয়ে তৈরি বিশাল এক ব্রীজ দেখতে।
সত্যিই অসাধারণ একটি কাজ
ব্রীজ দেখা শেষ করে- এবার যশোর শহরে কিছু সময় কাটানো,
মাঝে আমার নিজের কিছু কাজ সেরে নিলাম যশোরে।
যশোর থেকে দুপুর ২ টায় রওনা দিলাম
ফুলের বাগান ঘুরা শেষ করে রওনা দিলাম বেনাপোল।
সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আরেক চমক কাজলের বন্ধু রুহুল সাহেব ভদ্রলোক কাস্টম অফিসার।
১/ কেশবপুর ভবদাহ ড্রাম ব্রীজ
২/ যশোর হস্ত শিল্প
৩/গতখালি ঝিকরগাছা ফুলের বাগান
৪/বেনাপোল সীমান্ত
(20)