আমাদের খুলনা ট্যুরের ১ম দিন
ঢাকা থেকে খুলনা যাত্রার শুরুতেই একটু সমস্যায় পরতে হয়েছিল।
ট্রেন চিত্রা এক্সপ্রেস, ছাড়ার সময় ছিলো সন্ধ্যা ৭ টায়, আমরা স্টেশন পৌঁছলাম ৭:১৫ ট্রেন ছাড়লো ৭:৩০ ভালোই ছিল ট্রেন যাত্রা।
আমরা নোয়াপাড়া যখন নামলাম রাত তখন ৩:৪০।
সে কি ভয়ানক অবস্থা নির্জন রাস্তায় আমরা কয়েকজন মানুষ অচেনা জায়গা।
ভাগ্যভালো একটা অটো রিকশা পেলাম।
১:৫ ঘন্টার পথ নোয়াপাড়া থেকে আমরা যেখানে যাবো চাকৈই বাজার
পোতপারা।
১৫ মিনিট গাড়ি চলার পর হঠাৎ আটোর চাকা পাংচার হয়ে গেল,
ভয়ের মাত্রা আরো বাড়লো।
এদিকে স্পেয়ার চাকাও নেই, ভয়ংকর এক সময় পার করছি আমরা আল্লাহ তুমিই সহায়।
আধা ঘন্টা পর নতুন চাকা এলো,এই আধা ঘন্টা আমাদের সবার কাছেই ভয়ংকর এক অভিজ্ঞতা।
ভোর ৫:৩০মি. পৌঁছলাম বন্ধু মাখলুকারের বাড়িতে।
বেড়িয়ে পড়লাম ঘুরতে
১/ চাকৈ বাজার
২/ভাটপাড়া খেয়া ঘাট
৩/রবীন্দ্রনাথের শশুর বাড়ী
৫/ চুই ঝালের মজার ভাজা
৬/ভাটপাড়া বাজারের মিষ্টি খেতে ও ভুল করিনি
৭/ গ্রামের পরিবেশে ডালের বড়া আর পাপড় বানানো দেখতে ও মিস
করলাম না।
চলবে,,,,,,,
(17)