ভারপ্রাপ্ত মেয়র রবিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ভারপ্রাপ্ত মেয়র ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের আয় বাড়াতে কেসিসি’র ট্যাক্স এ্যাসেসমেন্ট, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন কাজে তাদের সহযোগিতা গ্রহণের আশ্বাস দেন।
কেসিসি’র আইসিটি স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মাহবুব কায়সার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা সহ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ র্যালীর উদ্বোধন করেন। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
(9)