রূপসা প্রতিনিধিঃ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আওয়ামীলীগের বিকল্প নেই। ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ এবং বাঙালীর মৌলিক চাহিদা পূরণ ও গনতন্ত্র প্রতিষ্ঠা রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন বিএনপি যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই জনগণকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিরোধী দলগুলোর নেতা কর্মীদের উপর অত্যাচার, নির্যাতন চালিয়েছে। এ কারণে পরপর দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে আওয়ামী লীগ।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরের উন্নয়নের লক্ষ্যে রুপসা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আজ ১০ অক্টোবর দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা।
রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এম মুজিবুর রহমান, সোহরাব আলী সানা, বিএম এ সালাম, অধ্যাপক দেলোয়ারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্লা, সদস্য ফ, ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, শাহিনা আক্তার লিপি, শিউলি সরোয়ার, জেলা কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মাহমুদ, খান শাহজান কবীর প্যারিস, চঞ্চল মিত্র, এমডি রকিব উদ্দিন, আকতার ফারুক, শেখ আবু জাফর, আঃ গফুর খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুর শিকদার, গাজী মোহাম্মদ জিন্নাহ, সোহেল জুনায়েদ, আল মামুন সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস, জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, বিনয় কৃষ্ণ হালদার, আরিফুজ্জামান লিটন, সরদার মিজানুর রহমান, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সাবেক ছাত্রনেতা দেব দুলাল বারুই বাপ্পি, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক ইমরান হোসেন, ইউপি সদস্য রিনা পারভিন, আসাদ শেখ, আওরঙ্গজেব স্বর্ন, সরদার কামরুল ইসলাম, রুহুল আমিন রবি, রাজীব দাশ টাল্টু, আকলিমা খাতুন তুলি, প্রদীপ বিশ্বাস, কামরুজ্জামান সোহেল, নোমান ওসমানী রিচি, সুব্রত বাকচী, রবিউল ইসলাম, তারেক আজিজ, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবীর টিংকু, সাইফুল ইসলাম শাওন, আজিজুল ইসলাম, আশিকুজ্জামান তানভির, আশিক ইকবাল, স্বপ্না রানী পাল, সুকুমার বৈরাগী, শেখ মাসুম, রঞ্জু হালদার, লিপিকা দাস, মাসুম সরদার, সাজ্জাদ হোসেন শাকিল।
(3)