টানা কয়েকদিনের হিমেল বাতাস ও ঘন কুয়াশা কেটে গিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা। আর শীতের তীব্রতা কমায় জনজীবনে ফিরে এসেছে স্বস্তি।
রাজশাহী: রাজশাহীতে হিমেল বাতাসের সঙ্গে হালকা শীত অনুভূত হলেও স্বাভাবিক হয়ে এসেছে তাপমাত্রা। সকাল ৭টার মাঝেই সূর্যের তাপে কুয়াশা কেটে যাওয়ায় গতি ফিরেছে মানুষের দৈনন্দিন জীবনে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রাম: তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় কুড়িগ্রামে স্থবির হয়ে থাকা কৃষি ক্ষেত্রে ফিরে আসতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। দ্রুত সময়ের মাঝে চারা রোপণ শেষ করতে পুরোদমে বোরো আবাদে নেমে পড়েছেন কৃষকরা।
চাঁদপুর: ঘন কুয়াশার কারণে চাঁদপুরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌ চলাচল। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে ঘাটে ভিড়ছে যাত্রীবাহী লঞ্চগুলো।
(0)