এমন দাবি করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দরিদ্র মানুষের সংখ্যা বর্তমান একেবারেই কমে গেছে। দেশের অর্থনীতি মজবুত অবস্থায় রয়েছে। এ জন্য অর্থনীতিতে নোবেল বিজয়ী অর্মত্য সেন বাংলাদেশের প্রসংশা করেছেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন- ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ও মধ্যম আয়ের দেশে উন্নীত করার। ২১ সাল নয়, প্রধানমন্ত্রীর স্বপ্ন আমরা ২০১৮ সালের মধ্যেই পূরণ করতে পারব ইনশা আল্লাহ। আমরা এখন ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে দুটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। একটি দারিদ্র্য বিমোচন, অপরটি খাদ্য অধিকার নিশ্চিত করা। আমরা আশা করছি ২০১৮ সালের মধ্যে দেশ দারিদ্র্য মুক্ত হবে। আমরা প্রত্যেকের খাদ্য অধিকার নিশ্চিত করতে পারব। ২০১৮ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। তাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার কাজ করছে সরকার।
তিনি বলেন, বর্তমানে দেশে ১৬ লাখ মেট্রিকটন খাদ্য মজুদ রয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ লাখ মেট্রিকটন বেশি। তবে উন্নত দেশ গড়তে হলে খাদ্য নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সেক্টারেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষেই কাজ করে যাচ্ছেন।
আগে গর্ভবতী নারীদের ভাতা দেওয়া হতো না, শেখ হাসিনা ক্ষমতায় এসে গর্ভবতী নারীদের ভাতা দেওয়া শুরু করেছিলেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি কমিউনিটি ক্লিনিক চালু করেছিলেন। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দিয়েছিল। পরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবার চালু করেছেন।
বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষ স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল উল্ল্যেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিলেও নিজেদের অর্থে আমরা পদ্মা সেতুর কাজ শুরু করেছি।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব কানিজ ফাতেমা এনডিসি প্রমূখ।
(1)