পাইকগাছায় উন্নয়নভাবনায় দারিদ্র হ্রাস : অতি দরিদ্রদের অংশগ্রহণ ও উত্তরণ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ ইতিবাচক সাফল্য অর্জন করেছে। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ শতাংশ, গড় আয়ু ৭০ বছরে উন্নীতসহ এক দশকের ব্যবধানে দারিদ্রের হার ১৫ শতাংশ কমে এসেছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, প্রশংসনীয় এ সাফল্য অর্জিত হওয়ার পরও দারিদ্রমুক্ত দেশ গড়তে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। বিশেষ করে দেশের মোট জনগোষ্ঠির ২৫.৬ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৮৫ লাখ মানুষ দরিদ্র এবং ১০.৬৪ শতাংশ অর্থাৎ ১ কোটি ৫৭ লাখ মানুষ অতি দরিদ্র। এখনও দেশের প্রাথমিক ও মাধ্যমিকের ৫৬ লাখ শিশু বিদ্যালয়ে যায় না। প্রাথমিকে ঝরে পড়ার হার ২০.৯ শতাংশ। বিপুল পরিমাণ অতি দরিদ্র এ জনগোষ্ঠিকে উপেক্ষা করে দেশের কাংখিত উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে বক্তারা উন্নয়নের ধারাকে টেকসই করতে সরকারী ও বেসরকারী সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাক আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নরেন্দ্রনাথ মৈত্র, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সোশ্যাল কমিউনিটিটেটর শেখ মনিরুল হক, সিনিয়র উপজেলা ম্যানেজার একেএম শাহীন আলম, সিনিয়র শাখা ব্যবস্থাপক প্রবীর সমাদ্দার ও প্রকল্প কর্মকর্তা মারুফা আক্তার মনি।