দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ইমন এবং নবাগত অভিনেত্রী মৌ খান। এই দুই অভিনয় শিল্পী এর আগে সুজন বড়ুয়া পরিচালিত নাটকে অভিনয় করেছিলেন। দ্য কিলার ছবির শুটিং শুরু হবে নভেম্বর থেকে। দুটি ছবির সংলাপ লিখেছেন মমর রুবেল। নভেম্বরে কিলার ছবির শুটিং শুরু হবে সেন্টমার্টিনে। ফেব্রুয়ারিতে শুরু হবে কাজলা দিদি ছবির শুটিং।
(3)